বাংলাদেশের
টাকশালের
অবস্থান
-
গাজীপুর,
শিমলতুলী
।
বাংলাদেশের
অস্ত্র
কারখানা
কোথায়
অবস্থিত
-
গাজীপুর,
শিমলতুলী
।
বাংলাদেশের
একমাত্র
প্রবাল
দ্বীপ
-
সেন্টমার্টিন
।
বাংলাদেশের
মানচিত্র
প্রথম
আঁকেন
-
মেজর
জেমস
রেনেল
।
বাংলাদেশের
উপকূলের
দৈর্ঘ্য
-
৭১১
কি:মি:
।
নিঝুম
দ্বীপের
পুরাতন
নাম
-
বাউলার
চর
।
যে
দ্বীপে
বাতি
ঘর
আছে
-
কুতুবদিয়া
।
বাংলাদেশে
VAT
চালু
করা
হয়
-
১
জুলাই
১৯৯১
সালে
।
তুলা
চাষের
জন্য
বেশী
উপযোগী
স্থান -
যশোর
।
বাংলাদেশের
জাতীয়
পতাকার
অনুপাত-
১০:৬
বা
৫:৩
।
বাংলাদেশের
প্রধান
সমুদ্র
বন্দর
-
চট্টগ্রাম
।
কর্ণফুলী
নদীর
উৎপত্তি
-
লুসাই
পাহাড়
।
বাংলাদেশের
জাতীয়
পতাকার
ডিজাইনার
-
কামরুল
হাসান
।
লালবাগ
কেল্লা
স্থাপন
করেন–
শায়েস্তা
খান
।
লালবাগ
কেল্লা
নির্মাণ
করেন-
মোহাম্মদ
আজম
শাহ
।
ক্রিকেটে
বাংলাদেশ
কোন
সালে
টেস্ট
মর্যাদা
পায়-
২৬
জুন
২০০০
সালে
।
বাংলাদেশের
আন্তর্জাতিক
বিমানবন্দর-
৩টি
(ঢাকা,
চট্টগ্রাম,
সিলেট)
মুজিব
নগর
কোথায়
অবস্থিত-
মেহেরপুরে
।
বাংলাদেশ
ব্যাংকের
প্রথম
নারী
ডেপুটি
গভর্নরের
নাম-
নাজনীন
সুলতানা
।
পঞ্চম
আদমশুমারি
অনুষ্ঠিত
হয়-
১৫-১৯
মার্চ
২০১১
।
বাংলাদেশ
প্রথম
এশিয়ান
গেমসে
অংশ
নেয়-
১৯৭৮
সালে
।
বাংলাদেশে
মোট
জনসংখ্যার-
১.১৩%
উপজাতি
।
বাংলাদেশের
উপজাতি
বা
আদিবাসী
সংখ্যা-
২৭টি
।
জাতিসংঘ
সাধারণ
পরিষদের
প্রথম
বাংলাদেশী
সভাপতি
কে-
হুমায়ুন
রশীদ
চৌধুরী
।
শান্তিবাহিনীর
প্রতিষ্ঠাতা-
মানবেন্দ্র
নারায়ণ
লারমা
।
- বাংলাদেশের
দীর্ঘতম
রেলসেতু-
হার্ডিঞ্জ
সেতু
।
বাংলাদেশ
ব্যাংকের
প্রথম
নারী
পরিচালক
– অধ্যাপিকা
হান্নানা
বেগম।
দেশের
প্রথম
গ্রানাইট
খনি
অবস্থিত
-
মধ্যপাড়া,
দিনাজপুর।
তেল-গ্যাস
অনুসন্ধানে
সমুদ্র
এলাকার
ব্লক
– ২৮টি।
এশিয়া
এনার্জি
কোন
দেশভিত্তিক
খনিজসম্পদ
অনুসন্ধানকারী
কোম্পানি-
ব্রিটেন।
বাংলাদেশের
প্রথম
বেসরকারি
কয়লা
শোধনাগারের
অবস্থান-
বিরামপুর,
দিনাজপুর।
বাংলাদেশের
প্রথম
ও
একমাত্র
আন-র্জাতিক
স্বীকৃতিপ্রাপ্ত
বোটানিক্যাল
গার্ডেন-
বাংলাদেশ
কৃষি
বিশ্ববিদ্যালয়
বোটানিক্যাল
গার্ডেন।
দেশের
প্রথম
নারী
ওসির
নাম-
হোসনে
আরা
বেগম।
জাতীয়
সংসদের
প্রথম
নারী
হুইপ-
সাগুফতা
ইয়াসমিন
এমিলি।
মহামায়া
কৃত্রিম
লেখ
কোথায় অবস্থিত?
-
মিরসরাই
(চট্টগ্রাম)।
ফুলবাড়ী
(বিটুমিনাস)
কয়লা
খনি
কোন জেলায়
অবস্থিত?
-
দিনাজপুর।
সেমুতাং
গ্যাসফিল্ড
কোথায় অবস্থিত
?
-
মানিকছড়ি,
খাগড়াছড়ি।
মৎস্য
প্রশিক্ষণ
ইনষ্টিটিউট
কোথায় অবস্থিত?
-
চাঁদপুর।
পাহাড়ি
কৃষি
গবেষণাকেন্দ্র
কোথায় অবস্থিত?
-
খাগড়াছড়ি।
ইভটিজিং
ভাষার
শব্দ-
ইংরেজিতে
বাংলা
প্রতিশব্দ
‘উত্ত্যক্ত
করা।
বাংলাদেশে
ড্রাগ
টেষ্টিং
ল্যাবরেটরি
রয়েছে-
২টি
(মহাখালী
ও
চট্টগ্রাম)।
- জনসংখ্যা
নিয়ন্ত্রণে
দেশব্যাপী
নতুন
স্লোগান-
দুটি
সন্তানের
বেশি
নয়,
একটি
হলে
।
জাতীয়
কৃষি
দিবস-পহেলা
অগ্রহায়ণ।
দেশের
ডাক
বিভাগে
মোবাইল
মনি
অর্ডার
সার্ভিস
চালু
হয়-
৯
মে
২০১০।
১
নভেম্বর
২০১০
ঢাকা-চট্টগ্রাম
রুটে
আন্তঃনগর
ট্রেন
উদ্বোধন
করা
হয়-চট্টলা
এক্সপ্রেস।
সারা
দেশে
নিবন্ধিত
কৃষকের
সংখ্যা-এক
কোটি
৮০
লাখ।
ঢাকার
বাইরে
প্রথম
টেষ্টটিউব
শিশু
জন্ম
হয়-কুমিল্লা।
ফুলবাড়ী
(বিটুমিনাস)
কয়লা
খনি
জেলায়
অবস্থিত-
দিনাজপুর।
ঘূর্ণিঝড়
‘আইলা’
নামকরণ
করে
দেশ-
মালদ্বীপ।
ছয়
দফা
দাবি
প্রথম
কোথায়
উত্থাপন
করা
হয়-
লাহোরে
।
মুক্তিযুদ্ধের
সময়
মোট-
১১টি
সেক্টর
ছিল
।
মুক্তিযুদ্ধের
প্রধান
সেনাপতি
ছিলেন-
জেনারেল
আতাওল
গনি
ওসমানি।
ঢাকা
বিভাগে
কয়টি
জেলা
আছে-
১৭টি
।
বাংলাদেশের
সবচেয়ে
উওরের
জেলা-
পঞ্চগড়
।
বাংলাদেশের
সবচেয়ে
ছোট
ইউনিয়ন-
সেন্টমার্টিন
।
- বাংলাদেশকে
প্রথম
স্বীকৃতি
দানকারী
দেশ-
ভারত
।
দেশে
বর্তমান
পাবলিক
বিশ্ববিদ্যালয়ের
সংখ্যা
-৩৪টি
।
বর্তমানে
কতটি
দেশে
ঔষধ
রপ্তানি
হচ্ছে-
৭২টিরেও
বেশি
।
১১তম
শ্রমশক্তি
জরিপে
দেশে
মোট
বেকার
সংখ্যা-
২৬
লাখ।
বাংলা
একাডেমী
পুরষ্কার
প্রবর্তন
করা
হয়-
১৯৬০
ইং
।
মুক্তিযুদ্ধ
জাদুঘর
অবস্থিত-
সেগুনবাগিচা,
ঢাকা
।
স্বাধীনতার
পর
বাংলাদেশে
প্রথম
আদমশুমারি
হয়-
১৯৭৪
সালে
(৫ম
আদমশুমারি
১৫-১৯
মার্চ,
২০১১ইং)
।
বাংলাদেশে
চীনামাটির
সন্ধান
পাওয়া
গেছে-
বিজয়পুরে
।
সাবাস
বাংলাদেশ
ভাষ্কর্যটির
ভাষ্কর-
নিতুন
কুণ্ডু
।
লালবাগ
কেল্লা
নির্মাণ
করেন-
শায়েস্তা
খান
।
রবীন্দ্রনাথ
নোবেল
পুরষ্কার
লাভ
করেন-
১৯১৩
সালে
।
- রাষ্ট্রের
প্রধান
আইনজীবিকে
বলা
হয়-
অ্যাটর্নি
জেনারেল
।
No comments:
Post a Comment