স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ : মদ সেবনের পারমিটে ছবি লাগছেই
মদ
সেবনকারীদের
জন্য
দুঃসংবাদ।
ছবি
ছাড়া
মিলবে
না
পারমিট।
ছবি
সংযোজনের
আদেশ
বাতিল
করা
সংক্রান্ত
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ
অধিদপ্তরের
প্রস্তাবটি
সম্প্রতি
নাকচ
করে
একটি
আদেশ
জারি
করেছে
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়।
উপ-সচিব
মনোয়ার
হোসেন
আখন্দ
স্বাক্ষরিত
আদেশ
জারি
হওয়ার
ফলে
মদ
সেবনকারীদের
পারমিট
পেতে
ছবি
সংযোজন
করতেই
হচ্ছে।
আদেশে
বলা
হয়েছে,
মাদক
সেবনকারীদের
পারমিটে
ছবি
সংযোজনের
আদেশ
রহিতকরণের
বিষয়ে
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ
অধিদপ্তরের
প্রস্তাবটি
এ
মন্ত্রণালয়
কর্তৃক
নামঞ্জুর
হয়েছে।
বিষয়টি
সকলকে
অবহিত
করা
এবং
মাদক
সেবনকারীদের
ছবি
যথাযথভাবে
সংযোজন
করে
পারমিট
বা
লাইসেন্স
দেয়া
এবং
ছবি
সংবলিত
পারমিট
যথাযথ
ব্যবহার
নিশ্চিত
করার
লক্ষ্যে
সর্বত্র
নিয়মিত
মনিটরিং
করার
জন্য
নির্দেশক্রমে
অনুরোধ
করা
হলো।
এ
আদেশ
জারির
ফলে
মন্ত্রী-এমপি,
সচিব,
অতিরিক্ত
সচিব,
যুগ্ম
সচিবসহ
ঊর্ধ্বতন
কর্মকর্তা
ও
সমাজের
গণ্যমান্য
ব্যক্তিরা
মদ
সেবনের
পারমিট
পেতে
বেকায়দায়
পড়েছেন।
অনেকে
পারমিট
পাওয়ার
জন্য
আবেদন
না
করার
চিন্তা
করেছেন।
মাদক
নিয়ন্ত্রণ
অধিদপ্তর
সূত্রে
জানা
গেছে,
গত
৩০শে
জুন
ছিল
মদ
খাওয়ার
লাইসেন্সের
জন্য
আবেদন
নেয়ার
শেষ
দিন।
ওইদিন
পর্যন্ত
খোঁজ
নিয়ে
জানা
যায়,
মদ
সেবনকারী
পারমিট
পাওয়ার
জন্য
আবেদনের
সংখ্যা
আগের
অর্থবছরের
চেয়ে
অনেক
কম।
এর
অন্যতম
কারণ-
এবারই
প্রথম
ছবিসহ
আবেদন
করতে
হচ্ছে।
লাইসেন্সেও
এবার
ছবি
সংযুক্ত
করে
দেয়া
হবে।
তাই
পরিচয়
প্রকাশ
পাওয়ার
ভয়ে
অনেকেই
এবার
আবেদন
করেননি।
এছাড়া
যারা
আবেদন
করেছেন,
তাদের
অনেকেই
ভুয়া
ঠিকানা
ব্যবহার
করেছেন।
আবেদনপত্রের
পেশার
ঘরে
অনেকেই
প্রকৃত
পেশা
না
লিখে
লিখেছেন
চাকরি,
ব্যবসা
ইত্যাদি।
তবে
যারা
সমাজে
পরিচিত
মুখ
তারা
নিজেদের
আড়াল
করতে
পারেননি।
ওদিকে
অনেক
উচ্চপদস্থ
সরকারি
কর্মকর্তা
ছবি
ছাড়া
পারমিট
পাওয়ার
জন্য
গত
মাস
থেকেই
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ
অধিদপ্তরকে
চাপ
দিয়ে
আসছিল।
তাই
বাধ্য
হয়ে
আবেদন
জমা
দেয়ার
শেষ
দিন
অর্থাৎ
গত
৩০শে
জুন
ছবি
ছাড়া
পারমিটের
আবেদন
করার
বিধান
চালু
করতে
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়কে
একটি
চিঠি
দেয়
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ
অধিদপ্তর
(স্মারক
নং-
মানিঅ/মপ/প্র-২(১৭)-৪/২০০১-২০০২/২০১১;
তারিখ
৩০/০৬/২০১১)।
ওই
আবেদনের
সঙ্গে
এর
আগে
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়
ও
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ
অধিদপ্তর
থেকে
জারি
করা
পরিপত্রের
কপি
জুড়ে
দেয়া
হয়েছে।
সংশ্লিষ্ট
সূত্রে
জানা
গেছে,
মদ
সেবনের
পারমিট
পেতে
এ
পর্যন্ত
দেশের
২
মন্ত্রী,
৫
এমপি,
১৬
সচিব-যুগ্ম
সচিব,
বেশ
কয়েকজন
রাজনীতিবিদ,
২
জন
নির্বাহী
ম্যাজিস্ট্রেট
ও
কয়েকজন
সাবেক
এবং
বর্তমান
পুলিশ
কর্মকর্তা
আবেদন
করেছেন
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ
অধিদপ্তরে।
সংবাদসূত্র:
ইউকেবিডিনিউজ
ডট
কম
No comments:
Post a Comment