স্বাধীনতার
ইতিহাস
আওয়ামী
লীগ
যত
বিকৃত
করেছে
এবং
করছে
আর
কোন
দল
বা
কেউ
এত
বিকৃত
করেনি
।
স্বাধীনতার
সময়
আওয়ামী
লীগের
সমর্থকরা
ভারতে
পালিয়ে
গিয়ে
কোলকাতার
হোটেলে
আরাম
আয়েসে
দিন
কাটিয়েছে
আর
দেশের
সাধারণ
মানুষরা
ভারতে
গিয়ে
ট্রেনিং
নিয়ে
এসে
মুক্তি
যুদ্ধ
করেছে
।
স্বাধীনতার
পর
আওয়ামী
লীগের
সমর্থকরা
দেশে
ফিরে
মুক্তিযোদ্ধা
সেজে
গেছে
।
সেখ
মুজিব
কখনই
স্বাধীনতার
ঘোষণা
দেননি।
তিনি
চেয়েছিলেন
অখণ্ড
পাকিস্তানের
শাসক
হতে
।
শেখ
মুজিবের
স্বাধীনতার
ঘোষণার
যে
ক্লিপটি
মাঝে
মাঝে
টিভিতে
দেখানো
হয়
সেটা
যে
পরে
ডাবিং
করা
ভালোভাবে
লক্ষ্য
করলেই
বুঝা
যায়
।
কয়েকদিন
আগে
এক
পত্রিকায়
ছবিতে
দেখানো হয়েছে,
শেখ
মুজিব
ভাষা
আন্দোলনের
সময়
প্ল্যাকার্ড
বহন
করে
মিছিল
করছেন।
একটু খেয়াল করলেই বোঝা
যায়
যে, ছবিটি
সুপার
ইম্পোজ
করা।
ছবিটিতে
শেখ
মুজিবের
যে
বয়সের
ছবি
দেওয়া
হয়েছে
সেই
সময়ের
সাথে
সেটার
মিল
নাই
।
No comments:
Post a Comment