১.
লেবাননে
ইহুদি,
খ্রিস্টান
ও
মুসলমানরা
বসবাস
করে,
তারা
বিশ্ব
স্রষ্টাকে
ডাকে_
ক. God নামে
খ. Rabbi নামে
গ. Rabbi, যিশু, আল্লাহ নামে
ঘ. স্রষ্টা, মহাপ্রভু, খোদা নামে
২. কিয়ামত হলো_
ক. মানুষের মৃত্যুবরণ করা
খ. কবর থেকে উঠে আল্লাহর সামনে বিচারের জন্য দণ্ডায়মান হওয়া
গ. কবরের মধ্যে মানুষের কৃতকর্মের আজাব
ঘ. আখিরাতে ভালো-মন্দের জন্য দৌড়াদৌড়ি করা
৩. 'ফিকাহ' শব্দের আভিধানিক অর্থ কী?
ক. গভীর জ্ঞান
খ. অনুধাবন করা
গ. গভীর চিন্তা করা
ঘ. মনোযোগ দেওয়া
৪. নফস আল আম্মারা
ক. খারাপ কাজে প্ররোচিত করে
খ. খারাপ কাজে উৎসাহিত করে
গ. খারাপ ও ভালো কাজের মাঝামাঝি অবস্থান
ঘ. উপরের কোনোটিই নয়
৫. আল্লাহর সঙ্গে শিরক কবিরা গুনাহ, শিরক অর্থ হচ্ছে_
ক. আল্লাহকে না মানা
খ. মূর্তি পূজা করা
গ. আল্লাহ, রাসুল, কিতাব ও পরকাল না মানা
ঘ. আল্লাহর গুণ ও ক্ষমতায় অন্য কারো অংশ আছে বলে মনে করা
৬. হজরত আদম (আ.)-এর ওপর কতটি সহিফা অবতীর্ণ হয়?
ক. ১৫টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. ১৬টি
৭. কার জন্য জান্নাত হারাম?
ক. ফাসিকের
খ. মিথ্যাবাদীর
গ. অহংকারীর
ঘ. পাপাচারীর
৮. গিবত করার পাপ কিসের সমান?
ক. মৃত পিতার গোশত খাওয়ার সমতুল্য
খ. মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য
গ. মৃত মাতার গোশত খাওয়ার সমতুল্য
ঘ. মৃত বোনের গোশত খাওয়ার সমতুল্য
৯. মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো_
ক. আখলাকে হুসনা
খ. আখলাকে যামিমাহ
গ. আখলাকে হামিদাহ
ঘ. আখলাকে জাহেরা
১০. তায়াম্মুমের বিধান কখন অবতীর্ণ হয়?
ক. সপ্তম হিজরিতে গাযওয়াতে ফতুর ষিকাই থেকে ফেরার পথে
খ. তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে
গ. পঞ্চম হিজরিতে বনি মুসতালিকের যুদ্ধ থেকে ফেরার পথে
ঘ. হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে
১১. শতাধিক বছর নির্জন গুহায় ঘুমিয়ে রেখে আল্লাহপাক কয়েকজন বিশ্বাসী যুবককে জাহেলিয়াত থেকে রক্ষা করেছিলেন; তারা কারা?
ক. আসহাবে সুফফা
খ. আসহাবে কাহাফ
গ. আসহাবে ফিল
ঘ. বনি ইসরাইল
১২. ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত_
ক. হারাম উপার্জন
খ. হালাল উপার্জন
গ. ঘুষ না খাওয়া
ঘ. মিতব্যয়ী হওয়া
১৩. জিব্রাইল (আ.)-এর কাজ কী?
ক. শিঙ্গায় ফুঁক দেওয়া
খ. বৃষ্টিপাত বণ্টন করা
গ. নবী-রাসুলদের কাছে আল্লাহর ওহি প্রেরণ করা
ঘ. কবজ করা
১৪. মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা?
ক. উম্মতে মুসা (আ.)
খ. উম্মতে ঈসা (আ.)
গ. উম্মতে মুহাম্মদ (সা.)
ঘ. উম্মতে দাউদ (আ.)
১৫. মুরতাদ কে?
ক. ইসলাম গ্রহণ করার পর যে আবার ত্যাগ করে
খ. যে তওবা করার পর আবার সেই পাপ করে
গ. যে আল্লাহ ও রাসুল (সা.)কে মানে না
ঘ. যে রাসুল (সা.)-এর দলে শরিক হয় না
১৬. 'জাহান্নাম' শব্দের অর্থ কী?
ক. চির কষ্টের স্থান
খ. সোজা রাস্তা
গ. বাগান
ঘ. আনন্দের স্থান
১৭. 'সত্যবাদিতা মুক্তি দেয়, মিথ্যাচার ধ্বংস ডেকে আনে'_কার বাণী?
ক. হজরত আলী (রা.)-এর
খ. ফকিহদের
গ. আল্লাহর
ঘ. রাসুল (সা.)-এর
১৮. ন্যায়পরায়ণ বিচারককে কী বলা হয়?
ক. ইনসাফ
খ. আদেল
গ. আলেম
ঘ. মুত্তাকি
১৯. শরিয়তের দৃষ্টিতে গীবত করা_
ক. হারাম
খ. মুস্তাহাব
গ. ওয়াজিব
ঘ. মাক
২০. বিসমিল্লাহ দ্বারা অজু শুরু করা_
ক. ফরজ
খ. ওয়াজিব
গ. মুস্তাহাব
ঘ. সুন্নত
ক. God নামে
খ. Rabbi নামে
গ. Rabbi, যিশু, আল্লাহ নামে
ঘ. স্রষ্টা, মহাপ্রভু, খোদা নামে
২. কিয়ামত হলো_
ক. মানুষের মৃত্যুবরণ করা
খ. কবর থেকে উঠে আল্লাহর সামনে বিচারের জন্য দণ্ডায়মান হওয়া
গ. কবরের মধ্যে মানুষের কৃতকর্মের আজাব
ঘ. আখিরাতে ভালো-মন্দের জন্য দৌড়াদৌড়ি করা
৩. 'ফিকাহ' শব্দের আভিধানিক অর্থ কী?
ক. গভীর জ্ঞান
খ. অনুধাবন করা
গ. গভীর চিন্তা করা
ঘ. মনোযোগ দেওয়া
৪. নফস আল আম্মারা
ক. খারাপ কাজে প্ররোচিত করে
খ. খারাপ কাজে উৎসাহিত করে
গ. খারাপ ও ভালো কাজের মাঝামাঝি অবস্থান
ঘ. উপরের কোনোটিই নয়
৫. আল্লাহর সঙ্গে শিরক কবিরা গুনাহ, শিরক অর্থ হচ্ছে_
ক. আল্লাহকে না মানা
খ. মূর্তি পূজা করা
গ. আল্লাহ, রাসুল, কিতাব ও পরকাল না মানা
ঘ. আল্লাহর গুণ ও ক্ষমতায় অন্য কারো অংশ আছে বলে মনে করা
৬. হজরত আদম (আ.)-এর ওপর কতটি সহিফা অবতীর্ণ হয়?
ক. ১৫টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. ১৬টি
৭. কার জন্য জান্নাত হারাম?
ক. ফাসিকের
খ. মিথ্যাবাদীর
গ. অহংকারীর
ঘ. পাপাচারীর
৮. গিবত করার পাপ কিসের সমান?
ক. মৃত পিতার গোশত খাওয়ার সমতুল্য
খ. মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য
গ. মৃত মাতার গোশত খাওয়ার সমতুল্য
ঘ. মৃত বোনের গোশত খাওয়ার সমতুল্য
৯. মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো_
ক. আখলাকে হুসনা
খ. আখলাকে যামিমাহ
গ. আখলাকে হামিদাহ
ঘ. আখলাকে জাহেরা
১০. তায়াম্মুমের বিধান কখন অবতীর্ণ হয়?
ক. সপ্তম হিজরিতে গাযওয়াতে ফতুর ষিকাই থেকে ফেরার পথে
খ. তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে
গ. পঞ্চম হিজরিতে বনি মুসতালিকের যুদ্ধ থেকে ফেরার পথে
ঘ. হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে
১১. শতাধিক বছর নির্জন গুহায় ঘুমিয়ে রেখে আল্লাহপাক কয়েকজন বিশ্বাসী যুবককে জাহেলিয়াত থেকে রক্ষা করেছিলেন; তারা কারা?
ক. আসহাবে সুফফা
খ. আসহাবে কাহাফ
গ. আসহাবে ফিল
ঘ. বনি ইসরাইল
১২. ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত_
ক. হারাম উপার্জন
খ. হালাল উপার্জন
গ. ঘুষ না খাওয়া
ঘ. মিতব্যয়ী হওয়া
১৩. জিব্রাইল (আ.)-এর কাজ কী?
ক. শিঙ্গায় ফুঁক দেওয়া
খ. বৃষ্টিপাত বণ্টন করা
গ. নবী-রাসুলদের কাছে আল্লাহর ওহি প্রেরণ করা
ঘ. কবজ করা
১৪. মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা?
ক. উম্মতে মুসা (আ.)
খ. উম্মতে ঈসা (আ.)
গ. উম্মতে মুহাম্মদ (সা.)
ঘ. উম্মতে দাউদ (আ.)
১৫. মুরতাদ কে?
ক. ইসলাম গ্রহণ করার পর যে আবার ত্যাগ করে
খ. যে তওবা করার পর আবার সেই পাপ করে
গ. যে আল্লাহ ও রাসুল (সা.)কে মানে না
ঘ. যে রাসুল (সা.)-এর দলে শরিক হয় না
১৬. 'জাহান্নাম' শব্দের অর্থ কী?
ক. চির কষ্টের স্থান
খ. সোজা রাস্তা
গ. বাগান
ঘ. আনন্দের স্থান
১৭. 'সত্যবাদিতা মুক্তি দেয়, মিথ্যাচার ধ্বংস ডেকে আনে'_কার বাণী?
ক. হজরত আলী (রা.)-এর
খ. ফকিহদের
গ. আল্লাহর
ঘ. রাসুল (সা.)-এর
১৮. ন্যায়পরায়ণ বিচারককে কী বলা হয়?
ক. ইনসাফ
খ. আদেল
গ. আলেম
ঘ. মুত্তাকি
১৯. শরিয়তের দৃষ্টিতে গীবত করা_
ক. হারাম
খ. মুস্তাহাব
গ. ওয়াজিব
ঘ. মাক
২০. বিসমিল্লাহ দ্বারা অজু শুরু করা_
ক. ফরজ
খ. ওয়াজিব
গ. মুস্তাহাব
ঘ. সুন্নত
উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. ঘ
No comments:
Post a Comment