খলনায়কের গায়ে মুজিব কোট থাকায় ছাড়পত্র পেল না বাংলা সিনেমা ‘হৃদয় ভাঙা ঢেউ’
খলনায়কের গায়ে ‘মুজিব কোর্ট’ ব্যবহারের কারণে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘হৃদয় ভাঙা ঢেউ’ ছবিটি নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান এস. কুমার সরকার ফরাসি বার্তা সংস্থা-এএফপিকে জানিয়েছেন, নীতিমালা লংঘন করায় ‘হৃদয় ভাঙ্গা টেউ’ চলচ্চিত্রটির ছাড়পত্র দেয়া হয়নি। এ ছবির বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দর্শনের বিরোধী বলে তিনি দাবি করেন।
বাংলাদেশের
প্রতিষ্ঠাতা
প্রেসিডেন্ট
শেখ
মুজিবর
রহমান
সাধারণত
হাতকাটা
কালো
এক
ধরনের
কোট
পড়তেন;
যাকে
‘মুজিব
কোট’
বলা
হয়।
ক্ষমতাসীন
আওয়ামী
লীগের
নেতা-কর্মীরা
ব্যাপকভাবে
এ
কোট
ব্যবহার
করেন।
এদিকে
‘হৃদয়
ভাঙ্গা
টেউ’-এর
নায়কের
গায়ে
সাফারি
কোট
ছিল
বলে
দাবি
করেছেন
চিত্র
নির্মাতা
এবং
সেন্সর
বোর্ডের
অন্যতম
সদস্য
আখন্দ
সানাওয়ার
মোর্শেদ।
বিএনপির
প্রতিষ্ঠাতা
জিয়াউর
রহমান
এ
ধরনের
সাফারি
কোট
পরতেন।
‘হৃদয়
ভাঙ্গা
টেউ’-এর
পরিচালক,
একুশে
পদকপ্রাপ্ত
গীতিকার
এবং
বিশিষ্ট
চলচ্চিত্র
প্রযোজক
গাজী
মাজহারুল
আনোয়ার
এএফপি’কে
বলেছেন,
তিনি
বিএনপির
একজন
সদস্য
তবে
এ
ছবিতে
কাউকে
ব্যঙ্গ
করা
হয়নি।
‘হৃদয়
ভাঙ্গা
টেউ’-এর
সঙ্গে
রাজনীতির
কোনো
সম্পর্ক
নেই
বলেও
তিনি
জানান।
সূত্র:
ইউকেবিডিনিউজ
No comments:
Post a Comment