Thursday, April 5, 2012

খলনায়কের গায়ে মুজিব কোট থাকায় ছাড়পত্র পেল না বাংলা সিনেমা ‘হৃদয় ভাঙা ঢেউ’


খলনায়কের গায়ে মুজিব কোট থাকায় ছাড়পত্র পেল না বাংলা সিনেমাহৃদয় ভাঙা ঢেউ

খলনায়কের গায়েমুজিব কোর্টব্যবহারের কারণে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিতহৃদয় ভাঙা ঢেউছবিটি নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান এস. কুমার সরকার ফরাসি বার্তা সংস্থা-এএফপিকে জানিয়েছেন, নীতিমালা লংঘন করায়হৃদয় ভাঙ্গা টেউচলচ্চিত্রটির ছাড়পত্র দেয়া হয়নি। ছবির বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দর্শনের বিরোধী বলে তিনি দাবি করেন।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান সাধারণত হাতকাটা কালো এক ধরনের কোট পড়তেন; যাকেমুজিব কোটবলা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যাপকভাবে কোট ব্যবহার করেন।
এদিকেহৃদয় ভাঙ্গা টেউ-এর নায়কের গায়ে সাফারি কোট ছিল বলে দাবি করেছেন চিত্র নির্মাতা এবং সেন্সর বোর্ডের অন্যতম সদস্য আখন্দ সানাওয়ার মোর্শেদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ধরনের সাফারি কোট পরতেন।
হৃদয় ভাঙ্গা টেউ-এর পরিচালক, একুশে পদকপ্রাপ্ত গীতিকার এবং বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার এএফপিকে বলেছেন, তিনি বিএনপির একজন সদস্য তবে ছবিতে কাউকে ব্যঙ্গ করা হয়নি।হৃদয় ভাঙ্গা টেউ-এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও তিনি জানান।
সূত্র: ইউকেবিডিনিউজ

No comments:

Post a Comment